পটুয়াখালী: জেলার কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।
মঙ্গলবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এক সংক্ষিপ্ত সফরে বিকাল সাড়ে চারটায় কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পরিদর্শন শেষে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের মতবিনিমিয় সভা করেন তিনি।
এ সময় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ক্ষমতায় আসলে ষড়যন্ত্রকারীরা উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত করতে অনেক ষড়যন্ত্র করেছে। দেশে এখনো আবার বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল স্তরের নেতা-কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সেতু পরিদর্শন ও মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সিনিয়র সচির হেলালুদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আ: রশিদ খান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো: শহীদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি নির্মল নন্দীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/ হাসান