Dr. Neem on Daraz
Victory Day

কক্সবাজারে ৪৩ কেজি গাঁজা ভর্তি ট্রাক জব্দ: আটক ৩


আগামী নিউজ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৪:৩২ পিএম
কক্সবাজারে ৪৩ কেজি গাঁজা ভর্তি ট্রাক জব্দ: আটক ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজার: জেলার রামুতে ৪৩ কেজি ৫'শ গ্রাম গাঁজা ভর্তি একটি ট্রাক জব্দ ও ৩ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫।

সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কে ধেচুয়াপালং এলাকায় সিএনজি অটো গ্যাস স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ সুত্র জানায়, মাদকদ্রব্য গাঁজা বহনকারী একটি ট্রাক টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল সোমবার ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে টায় ধেচুয়াপালং এলাকায় সি এন্ড জে অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট বসান। চেকপোস্টে যানবাহন তল্লাশীর এক পর্যায়ে একটি ট্রাকে থাকা ৩ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে আটক করা হয়। তাদের ব্যবহৃত ট্রাকটিতে (ট্রাক নং- ঢাকা মেট্রো-ড-১১-৯৪৫৩) তল্লাশী করে ট্রাকে রক্ষিত ড্রামের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৪৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার সলিংপুর গ্রামের মৃত অমল চন্দ্র দাসের ছেলে সাগর চন্দ্র দাস (২৪), ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার  রানী আরা এলাকার রোক মিয়ার ছেলে সোহাগ মতি (২৮) ও একই থানার মাজলা গ্রামের কবির হোসেনের ছেলে মোঃ ফোরকান মিয়া (২১)। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারীরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল হোসাইন জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে