চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা মালবাহী পিকআপে লরির ধাক্কায় সিয়াম (১০) এবং জনি (১৫) নামে দুইজন নিহত হয়েছে। এছাড়া এসময় আহত হয়েছেন সিয়ামের বাবা মিন্টু মিয়া (৩২)।
রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি জোরারগঞ্জ থানা এলাকার মোহাম্মদ আলগীরের ছেলে ও মোহাম্মদ সিয়াম আহত মিন্টু মিয়ার ছেলে। এরমধ্যে মেহেদি হাসান জনি পিকআপ ভ্যানে ছিল। আর সিয়াম হলেন পথচারী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ঢাকামুখী মালবাহী একটি পিকআপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। পেছন থেকে ঢাকামুখী আরেকটি লরি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা জনি এবং বাবার সঙ্গে থাকা পথচারী শিশু সিয়াম নিহত হয়। একই সঙ্গে সিয়ামের বাবা মিন্টু মিয়াও গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত মিরাজের বাবা মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আমির ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লং ভেহিক্যাল ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আগামীনিউজ/বুরহান