লালমনিরহাটঃ সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তার বুকে যমুনা ফিউচার পার্কের আদলে একটি নান্দনিক শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। পার্কটির নাম দেয়া হয়েছে শিশু পার্ক। এই শিশু পার্কে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার রাইড ও বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল। উদ্বোধনী দিনে পার্ককে ঘিরে শিশু ও অভিভাবকরা বেশ আগ্রহী হয়ে উঠেন।
শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিয়ে এই পার্কের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রয়াত এমপি আবু সালেহ মোঃ সাঈদ দুলাল এার কনিষ্ঠ ভাই হেলাল মিয়া, ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম মজনু,মার্কটির মালিক রুহুল আমিন দুলু,আব্দুল করিম,হিমেল মিয়াসহ বিভিন্ন এলাকার ভ্রমন পিপাসু লোকজন, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা বলেন, মূলত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তিস্তার বুকে এ ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ শিশু পার্কে বিভিন্ন প্রাণীর ম্যুরাল ও রাইড স্থাপন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা আগমন করে সুন্দর সময় কাটাতে পারবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে আগত সেবাগ্রহিতারাও অবসর সময় কাটাতে পারবে ও পার্কে বিচক্ষণ করে মানসিক প্রশান্তি অনুভব করবে বলে আশা করি।
আগামীনিউজ/শরিফ