গোপালগঞ্জ: জেলার সকল দপ্তরের সার্বিক উন্নয়ন, করনীয় ও পরিকল্পনা নিয়ে জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
সভায় গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য, বিদ্যুৎ, ভূমি অধিগ্রহন শাখা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের অনিময় এবং খাল খনন, গ্রামীন অবকাঠামো নির্মানসহ সড়ক যোগাযোগের বিষয়ে বর্তমান অবস্থা, করনীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার তালুকদার, রির্পোটার্স ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসুন মন্ডল, গোপালগঞ্জপ্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল হক, সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম, এসএ টিভির বাদল সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী নিউজ/ হাসান