Dr. Neem on Daraz
Victory Day
নারী ভোটারের উপস্থিতি বেশি

শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে চলছে উপ-নির্বাচন


আগামী নিউজ | শ্রীমঙ্গল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৪:০০ পিএম
শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে চলছে উপ-নির্বাচন

ছবি: আগামী নিউজ

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে ৮০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি।.

উপজেলার ৮০ টি ভোটকেন্দ্রের ৫৭৯ টি বুথে ভোট দেবেন মোট দুই লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৯৫ এবং নারী ভোটার এক লাখ ১৫ হাজার ৭২১ জন।

নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।.

পুরুষ ভোটারা ভোট কেন্দ্রে কম দেখা যাচ্ছে। নারী ভোটারাই পুরুষের তুলনায় বেশি। দুপুর ১টার দিকে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ফাঁকা ভোট পড়েছে এ কেন্দ্রে ৬৭০ টি। এ কেন্দ্রে মোট ভোটার ৪২০০ টি ভোট।.

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মো.আলমগীর হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

অনেক কেন্দ্র গুলো এজেন্টরা অলস সময় পার করছে। ভোটারের সংখ্যা কম। রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে প্রায় ফাঁকা ভোটার।

আগামী নিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে