Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৭:৩৭ পিএম
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ নৌপরিবহণ প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। এখানে কোনো সাম্প্রদায়িক ডাঙ্গা করে কেউ ফায়দা লুটবে সে ধরনের ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে মঙ্গলবার বেলা ১টায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮২টি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি তার বক্তব্যে আরো বলেন, সাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার মাধ্যমে সামপ্রদায়িক শক্তি পূনরায় মাথাচারা দিয়ে উঠেছিল। তারা স্বাধীনতার সঠিক ইতিহাসকে ভুলুন্ঠিত করে এ দেশকে পুনরায় সামপ্রদায়িক দেশ বানাতে চেয়েছিল। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পর শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্ব এবং জনগণ ঐক্যবদ্ধ আছে বলেই সামপ্রদায়িক শক্তি গতকাল দুর্বল থেকে নিস্তেজ হয়ে গেছে।

ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান, পুজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর ভদ্র রায়, সাধারণ সম্পাদক বিশ্ব নাথ চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে ৮২টি পূজামন্ডপের সভাপতি/সম্পাদকের হাতে সরকারী অনুদানের অর্থ তুলে দেয়া হয়।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে