Dr. Neem on Daraz
Victory Day

বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৭:১৪ পিএম
বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর

ফাইল ছবি

কুড়িগ্রামঃ জেলার ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে রুহুল আমিন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে রুহুল আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে রুহুল আমিনকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে বিজিবির পক্ষ থেকে ভুরুঙ্গামারী থানায় মামলা দিয়ে আসামিকে থানায় সোপর্দ করা হয়। পরে আসামিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা চর গ্রামের ইসমাঈল হোসেন সরদারের ছেলে রুহুল আমিন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী পাথরডুবি গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ধরলা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। পরে বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি’র কাছে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়।

রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রুহুল আমিনকে বিজিবি’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে