Dr. Neem on Daraz
Victory Day

বগি লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৪:০৯ পিএম
বগি লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জঃ জেলার ভৈরবে রেলওয়ে স্টেশনের প্রবেশের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টের জগন্নাথপুর এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দুপুর ১টা ২০ মিনিটে ভৈরব রেলওয়ে জংশনে প্রবেশের আগে জগন্নাথপুর এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ- ময়মনসিংহ রুটে ট্রেন চলাছল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে