Dr. Neem on Daraz
Victory Day

শরণখোলায় পানিতে পড়ে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


আগামী নিউজ | শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৮:১৭ পিএম
শরণখোলায় পানিতে পড়ে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটঃ জেলার শরণখোলায় নানা ও দাদা বাড়ী বেড়াতে এসে সোহান (৮) ও মাহিম (৫) নামের দুইটি শিশু পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুজনে সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। শুক্রবার (১ অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামে সহিদ শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার জিয়া নগর উপজেলা পশ্চিম বালিপাড়া গ্রামের ইদ্রিস হাওলাদারেরর পূত্র সোহান ও একই গ্রামের এনামুল পেয়াদার পূত্র মাহিন গত এক সপ্তাহ আগে উপজেলার বড় রাজাপুর গ্রামে নানা ও দাদা সহিদ শেখের বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার সোহান ও মাহিন সবার অলক্ষে পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায়।

পরিবারের ধারনা মাহিন পুকুরে পড়ে গেলে সোহান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। পরে দুই শিশুকে না পেয়ে আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে। না পেয়ে পুকুরে জাল ফেলে তাদেরকে উদ্ধার করে এবং শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত্য ঘোষনা করেন।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে পড়ে দুই শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে