Dr. Neem on Daraz
Victory Day
বছরের সর্বনিম্ন শনাক্ত

ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতির উন্নতি


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৪:২৩ পিএম
ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতির উন্নতি

ফাইল ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কমছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জনসচেতনা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনগন করোনা টিকা নেওয়ায় করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে।

ঠাকুরগাঁওয়ে গত চব্বিশ ঘণ্টায় করোনায় কেউ মারা যায় নি এবং নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র দুই জন ।এছারা গত ( ৩০শে সেপ্টেম্বর) ছেচল্লিশ জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে মাত্র এক জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাইনি। 

শুক্রবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সাতচল্লিশ জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো দুই জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় শুধু দুই জন শনাক্ত হয়েছেন। 

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট ৭৫১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৭০৮১ জন ও মোট মারা গেছেন ২৩৭ জন।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

 আগামী নিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে