Dr. Neem on Daraz
Victory Day

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ক আলোচনা সভা


আগামী নিউজ | কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৮:২৯ পিএম
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ক আলোচনা সভা

ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: কুয়াকাটা পৌর মিলনায়তনে পযর্টকদের সাবিক নিরাপত্তা নিশ্চিতকরণ,  শুদ্ধাচরণ ও উন্নত সেবা প্রদানে পযটক স্টকহোল্ডারদের সাথে বৃহস্পতিবার  দুপুরের দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর আনোয়ার  হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। এছাড়াও কুয়াকাটা, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, পৌর শ্রমিক লীগ নেতা আব্বাস কাজী, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো: মজিবুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাব যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন, ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতির সভাপতি জনি আলমগীরসহ সভায় পর্যটন নির্ভর ১৬টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে স্ব স্ব সংগঠনকে শতভাগ পযটক সেবায় নিয়োজিত করার সকল চেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

কোনো পেশার ব্যবসায়ী বা কর্মী দ্বারা পযটক হয়রানি বা সেবায় কোন প্রকার
ত্রুটি হলে আইনের মাধ্যমে  শাস্তির আওতায় আনার কথা জানান ট্যুরিস্ট
পুলিশ। আগামীদিনগুলোতে ব্যাপক পযটক সমাগমের সম্ভাবনাকে সামনে রেখে
পযর্টকদের নিরাপত্তা ও সেবার বিষয় সকল প্রস্তুতি নেয়ার বিষয় সভায় আলোচনা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে