Dr. Neem on Daraz
Victory Day

থানচিতে বিভিন্ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী


আগামী নিউজ | বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:২৫ পিএম
থানচিতে বিভিন্ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

ছবি: আগামী নিউজ

বান্দরবান: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যটন দিক দিয়ে বান্দরবান জেলা আজ সুনাম অর্জন করেছে। যা আমাদের গর্বের বিষয়। পাশাপাশি থানচিবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা শেখ হাসিনা সবসময় খোঁজ নিয়ে থাকেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বান্দরবান দুর্গম এলাকা থানচি উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার ১৫টি ঘর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, একসময় থানচি উপজেলায় যেতে বললে মানুষের মনে ভয় তৈরি হতো। যাতায়াত থেকে শুরু করে সব জায়গাতে এমন নাজেহাল ছিল তা বলার মত না। সেই থানচি প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া লেগে পরিবর্তন হয়ে উন্নয়ন দিকে অগ্রসর হয়েছে। দেশমাতা নির্দেশনা বর্তমানে থানচি উপজেলাতে উন্নয়নের ধারা বয়ে দিয়েছে। 

এসময় থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন,রেমাক্রী বাজার বৌদ্ধ বিহার নির্মাণ, রেমাক্রী বাজার শেড ও রেমাক্রী বাজার রেষ্ট হাউজ নির্মাণসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ২ কোটি ২৪ লক্ষ অর্থ ব্যায়ের ৪টি প্রকল্প ও ১৫ কোটি অর্থব্যায়ে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ হতে ৬০ শয্যা উন্নতিকরণ এবং দুঃস্থ পরিবার মাঝে প্রধানমন্ত্রী উপহার ১৫ টি ঘর চাবি হস্তান্তরসহ বিভিন্ন প্রকল্প শুভ উদ্বোধন করা হয়। 

মন্ত্রী দেশে টিকা প্রসঙ্গে বলেন, দেশমাতা শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করে দেশের জনগনকে সুস্থ রাখতে বিভিন্ন দেশ থেকে করোনার টিকা সংগ্রহ করে বিনামূল্য সেবা দিয়ে যাচ্ছে। সেই টিকা নিয়ে সাধারণ মানুষ সুস্থ ও করোনা নিয়ন্ত্রণে আসছে। তাই সুস্থ থাকতে টিকা সবাইকে গ্রহন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান। 

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল ওসমান গণি, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটে নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, থানছি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদ্বীপ রায়, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু, থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, জেলা পরিষদ সদস্য তিংতিংম্যা মারমা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে