গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলায় চোখ মুখ বিহীন গরুর বাচুর জন্ম হয়েছে। যা দেখতে প্রায় মানুষ আকৃতির। বিচিত্র গঠনের এই গরুর বাচুর নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের মুজাহিদপুর গ্রামে বাছুরটি জন্মগ্রহণ করে।
বাছুরটি স্ত্রী এবং পুরুষ ২ প্রজাতির, চোখ মুখ নাই। মাথার গঠন কিছুটা মানুষের আকৃতির, বাছুরটি ২টি নাভি, চারটি বাট ২টি কান থাকলেও শরীরের গঠন অস্বাভাবিক, জন্মগ্রহণের পরেই বাছুরটির মৃত্যু হয়।
গাভীর মালিক বাচ্চু মিয়া আগামী নিউজকে জানান, প্রায় ১৫ মাস আগে তার গাভীটিকে স্থানীয় এ আই কর্মী মাধ্যমে শাহি ওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করান। দীর্ঘ প্রায়১৫ মাস পর সেই গাভীর পেটে এ বাছুরের জন্ম।
এদিকে এলাকায় বাছুরের জন্মর কথা শুনে মানুষ ছুটে যাচ্ছেন এক নজর দেখার জন্য। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আরিফুর রহমান কনক জানান, কনজিমেটাল অ্যাবনরমালিস্ট এবং জেনিটেক ডিফেক্ট এর কারণে এ ধরণের ঘটনা ঘটে থাকে। পরে বাচুরটি মাটির নিচে পুতে রাখা হয়।