Dr. Neem on Daraz
Victory Day

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও


আগামী নিউজ | রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০১:৫৬ পিএম
বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

ছবি : আগামী নিউজ

রাঙামাটিঃ জেলার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, শিক্ষার্থীদের দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা থাকতে হবে। সততা, নিষ্ঠাবান হয়ে কাজ করাসহ বঙ্গবন্ধুর আদর্শে দেশের ইতিহাসকে সঠিকভাবে জানতে হবে।

তিনি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন। 

বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সুরক্ষার জন্য বিদ্যালয়ের কার্যক্রম দেখে ছাত্র/ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষকদের সন্তোষ প্রকাশ করেন।

এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন, স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে