Dr. Neem on Daraz
Victory Day
হাবিবুন নাহার এমপি

প্রাকৃতিক দুর্যোগে জানমালের নিরাপত্তার কথা পুরুষদের আগে নারীদের ভাবতে হয়


আগামী নিউজ | এম এ আছাদ প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:০৭ পিএম
প্রাকৃতিক দুর্যোগে জানমালের নিরাপত্তার কথা পুরুষদের আগে নারীদের ভাবতে হয়

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ “দুর্যোগপ্রবন এই দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের নিরাপত্তার কথা পুরুষদের আগে ভাবতে হয় নারীদের” ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কমর্সূচির পল্লীসমাজ আয়োজিত “পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে করনীয়” বিষয়ক ভার্চুয়াল মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে  এ কথা বলেন পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। 

রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির বাগেরহাট জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক পলাশ কুমার হালদারের সঞ্চালনায় গুগল মিটের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ঘরে পানির প্রয়োজন হলে জীবনের ঝুঁকি নিয়ে নারীদেরকে আগে ছুটে যেতে হয়। তাছাড়া আমি নিজেও বিভিন্ন দুর্যোগে বাড়ি বাড়ি গিয়ে দেখেছি দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তারা কিভাবে প্রাণপন সংগ্রাম করে আসছে। আবার এই নারীদেরকেই বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হতে হয়। বাংলাদেশে প্রতিবছরই জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। সেক্ষেত্রে আমাদের উপকূলীয় এলাকার জনগণের প্রধান দুর্যোগ হিসেবে দাড়িয়ে আছে নিরাপদ পানি। এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ও দুর্যোগের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি অফিস কাজ করে যাচ্ছে। আমি চাই সরকারের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় এসব সংস্থা আরও বেশি বেশি কাজ করুক।

ব্র্যাক আয়োজিত এ ভার্চুয়াল আলোচনা সভায় মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার-র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের হাওলাদার,মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান,মোংলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, মোংলা পোর্ট পৌরসভার সংরক্ষিত ইউপি সদস্য শিউলী আক্তার।

ব্র্যাক কর্মকর্তাদের মধ্যে সংযুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক (অপারেশন) পলাশ কুমার ঘোষ, কর্মসূচি প্রধান (সিসিপি) আবু সাদাত মনিরুজ্জামান খান, কর্মসূচি ব্যবস্থাপক (সিসিপি) নাসরিন জাহান, রিজিওনাল ম্যানেজার (সিইপি) প্রশান্ত কুমার দে, সিনিয়র জেলা ব্যবস্থাপক (সিইপি) নয়ন কুমার ঘোষ, তৌহিদুর রহমান সহ প্রমুখ।

উক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে করনীয় বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার ব্র্যাক কর্মকর্তা ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজের নের্তৃবৃন্দ এ সময় যুক্ত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, সিসিপি কর্মসূচি সহ সকল কর্মসূচির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে