Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১১:৪৮ এএম
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ জেলার ভাসানচর থেকে আনুমানিক ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট এফভি সুরমা থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর মৎস্য আহরণের উদ্দেশে এফভি সুরমা-১ নামে একটি মাছ ধরার ট্রলারে করে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ১৫ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশে যায়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর রাতে সাংগু গ্যাস ফিল্ড থেকে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে ভাসতে থাকে। এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে কোস্টগার্ড পূর্ব জোন জানতে পেরে কোস্ট গার্ড স্টেশন ভাসান চরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

আমিরুল হক জানান, সম্প্রতি ভারতের দিকে ধেয়ে আসা ঘূর্ণীঝড় গুলাবের কারণে সাগর ছিল উত্তাল। বেঁচে থাকার আশাই ছেড়েছিলেন জেলেরা।

উদ্ধারকৃত ১৫ জেলেদের কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোনো ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে