ছবি: সংগৃহীত
কুষ্টিয়াঃ জেলার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেলে ছবির প্রামানিক নামে ৭২ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত করেছে দূর্বৃত্তরা। এ সময় দূর্বৃত্তরা বৃদ্ধার হাড় ভেঙ্গে ফেলে। পরে তাকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রায়টা মহলদারপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে পুর্ব শত্রুতার জেরে ছবির প্রামানিককে উপর অতর্কিত হামলায় চালায় দূর্বত্তরা। পরে তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করেছেন। এ নিয়ে এলাকায় চরম টানটান উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যায়কারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবেনা।