ফাইল ছবি
ঢাকাঃ করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৯৭ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের দুইজন ও নেত্রকোনার দুইজন রয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ১৩ জনসহ করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।