Dr. Neem on Daraz
Victory Day

সরকারের সুপরিকল্পনায় সফলতা পাচ্ছে আশ্রয়ন প্রকল্প: প্রধানমন্ত্রীর মূখ্য সচিব


আগামী নিউজ | সাখাওয়াত লিমন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:০৭ পিএম
সরকারের সুপরিকল্পনায় সফলতা পাচ্ছে আশ্রয়ন প্রকল্প: প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

ছবি: আগামী নিউজ

মৌলভীবাজারঃ জেলার শ্রীমঙ্গল উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী’র মূখ্য সচিব আহমদ কায়কাউস। 

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকায় আশ্রয়ন প্রকল্প-০২ পরিদর্শন করেন তিনি। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয়  কমিশনার মো. খলিলুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার আহমদ। 

এছাড়াও উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রী’র মূখ্য সচিব আহমদ কায়কাউস বলেন- দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের নানামুখী উদ্যেগের মধ্যে ‘আশ্রয়ন প্রকল্প’ একটি অন্যতম উপমা হয়ে থাকবে। তিনি বলেন, মুজিবশতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে বৃহৎ পরিকল্পনা গ্রহন করেছেন তা ইতিহাসে বিরল। সরকারের সুপরিকল্পনায় সারাদেশে আশ্রয়ন প্রকল্প সফলতার সহিত বাস্তবায়য়িত হচ্ছে।

এসময় আশ্রয়ণ প্রকল্পটি ঘুরে স্থানীয় উপকারভোগীদের সাথে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে