Dr. Neem on Daraz
Victory Day

মাল্টিপারপাসের নামে প্রতারণা, প্রতারককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন


আগামী নিউজ | মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৭:০৪ পিএম
মাল্টিপারপাসের নামে প্রতারণা, প্রতারককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ছবি: আগামী নিউজ

ভোলাঃ জেলায় ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: নামে একটি অর্থলগ্নিকারি প্রতিষ্ঠান প্রতারনা করে প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে আর্তসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। মূলধন হারিয়ে আড়াই হাজার গ্রাহক এখন চরম বিপাকে পড়েছে। গ্রাহকের টাকা ফেরতের দাবিতে ও প্রতিষ্ঠানের পলাতক চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রী রোজিনা আক্তারের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। 

রবিবার (১৯সেপ্টেম্বর) বেলা ১২ টায় ভোলা জজ কোর্ট এলাকা, প্রেসক্লাব ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা জানান, ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪ বছরে ২ হাজার ৫শ গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে ১ হাজার কোটি টাকা নেয় ভোলা জিয়া সুপার মার্কেটের ইউনাইটেড মাল্টিপারপাস লি: নামে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। ওই টাকা দিয়ে প্রতিষ্ঠানে চেয়ারম্যান মঞ্জুর আলম তার শ্বশুর আব্দুল খালেক, স্ত্রী রোজিনা, ভাই ইউছুফসহ কয়েক আত্মীয়র নামে বেনামে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে অটোরাইস মিল, ইটভাট, বহুতল ভবন, ভোলা শান্তির হাটে জুট মিলের নামে জমি ক্রয়, এলপিজি গ্যাস সিলিন্ডার প্রসেসিং, দুবাইতে গার্মেন্ট ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক পর্যায়ে লভ্য অংশ দেয়া বন্ধ করে দিলে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত চাইলে স্ত্রীসহ পালিয়ে যান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুর আলম। টাকা ফেরত চাইলে উল্টো গ্রহকদের হুমকি ধামকি দেয়। 

ইতিমধ্যে টাকা আত্মসাতের অভিযোগে মঞ্জু, তার স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে গ্রহকরা ১৬টি মামলা করেন  পুলিশ মঞ্জুর শশুর আব্দুল খালেক ও মঞ্জু’র ২ ভাইসহ ৫ জনকে গ্রেফতার করলেও মূল হোতা চেয়ারম্যান মনঞ্জুর আলম ও তার স্ত্রী পলাতক রয়েছে।

এ সময় তারা আরও জানান, মঞ্জুর আলম ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে আমানতের টাকা ফেরতের দাবী জানান। পরে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারক লিপি প্রদান করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে