Dr. Neem on Daraz
Victory Day

ভাসানচর থেকে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে ১৮ রোহিঙ্গা আটক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৫:০৭ পিএম
ভাসানচর থেকে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে ১৮ রোহিঙ্গা আটক

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীঃ জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ রোহিঙ্গা নাগরিক। আটকদের মধ্যে ১০ জন শিশু ও আটজন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে তাদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যানঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে