কুষ্টিয়াঃ সম্প্রসারণ অফিসের উদ্যোগে চলতি খরিপ-২/২০২১-২২ মৌসুমের নাবি পাটবীজ উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় ৩০জন কৃষককে নাবি পাটবীজ ও ২৮০ জনকে কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বীজসহ সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হাসান সহ কৃষি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
নীতিমালা অনুসারে ২০ শতক নাবি পাট বীজ উৎপাদন এর জন্য প্রতি কৃষক ০.৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি ইউরিয়া দেওয়া হয়।
একবিঘা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন এর জন্য প্রতি কৃষক ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, বালাইনাশক, পলিথিন ও সুতলি সহায়তা দেওয়া হয়।
এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আগন্তুক কৃষকদের হাতে এ সকল সার, বীজ ও কৃষি উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।