Dr. Neem on Daraz
Victory Day

বিয়ের দাবিতে অনশন, অতঃপর ধর্ষণ মামলা! 


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:০৮ পিএম
বিয়ের দাবিতে অনশন, অতঃপর ধর্ষণ মামলা! 

অভিযুক্ত প্রেমিক মোঃ বাপ্পি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়াঃ চুটিয়ে তিন বছর প্রেম করেছি। তারপরে বিয়ে করার জন্য দৈহিক সম্পর্ক করেছি একাধিকবার। কিন্তু এখন আর সে বিয়ে করবে না। অবশেষে বিয়ের দাবিতে গত ১৩ সেপ্টেম্বর দিনভর বসে থাকে প্রেমিক মোঃ বাপ্পি’র বাড়িতে।

প্রেমিকার অবস্থান ধর্মঘটের পর প্রেমিককে না পেয়ে অবশেষে ১৪ সেপ্টেম্বর সকালে থানায় অভিযোগ করে ধর্ষণের মামলা দায়ের করেছে কলেজ ছাত্রী অনশনকারী প্রেমিকা (২১)।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের চরপাড়া গ্রামে। থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই উপজেলার ইউনিয়নের একতারপুর গ্রামের জৈনক কলেজ ছাত্রী (২০) এর সাথে প্রেম করে বিয়ের কথা বলে একাধিক বার শারীরিক সম্পর্ক হয়। খোকসা পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের পৌরসভার চর পাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে প্রেমিক মোঃ বাপ্পি (২৫) এর সাথে।

অভিযোগকারী ছাত্রীর বক্তব্য মতে বিয়ে করতে রাজি না হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর তার বাড়িতে অবস্থান করি। পরে তাকে না পেয়ে ১৪ সেপ্টেম্বর খোকসা থানায় মামলা দায়ের করি।

এ ব্যাপারে প্রেমিক মোঃ বাপ্পি’র সাথে একাধিকবার তাঁর মুঠোফোনে ও পরিবারের সাথে যোগাযোগ করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান অভিযোগকারী ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৮,  তারিখ ১৪/০৯/২০২১ ইং। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে