Dr. Neem on Daraz
Victory Day
হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ মহাসড়কে

বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২, আহত ৩


আগামী নিউজ | মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৫:৪১ পিএম
বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২, আহত ৩

ছবি: আগামী নিউজ

হবিগঞ্জঃ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল আমতলী যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলর শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা রোকেয়া আক্তার (৪০) ও হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ধুলিয়াখাল এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষক রোকেয়া আক্তার মারা যান। এ ঘটনায় আহত হয় আরও চারজন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে