গাজীপুরঃ জেলার শ্রীপুরে কাভার্ডভ্যান-রিক্সা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলো বরিশালের মুলাদী উপজেলার খালাসীরচর গ্রামের আবুল কালাম খানের ছেলে কাভার্ডভ্যান চালক কামরুল হাসান খান (২৬), মাগুড়া সদর উপজেলার পুকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক শিমুল মিয়া (৩০) এবং রিক্সা চালক গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর গ্রামের রমিজ আলীর ছেলে ফরিদ মিয়া (৫০)।
এসআই আনিসুর রহমান জানান, ময়মনসিংহগামী দ্রুত গতির কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যাওয়ার সময় রিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে রিক্সার সাথে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত কাভার্ডভ্যান চালক কামরুল হাসান খান এবং মোটরসাইকেল চালক শিমুল মিয়াকে ময়মনসিংহ মেিেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিক্সা চালক ফরিদ মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হেেয়ছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মাওনা হাইওয়ে থানায় আটক রয়েছে।