Dr. Neem on Daraz
Victory Day

মাছের খামারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৯:১৪ পিএম
মাছের খামারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১

ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ জেলার সদর উপজেলায় ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি মাছের খামারে নিয়ে এক গৃহবধু (২৫)  কে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ গৃহবধুকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঐ গৃহবধূ বাদী হয়ে সুধারাম মডেল থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের  করেন। 

এর আগে,রোববার (১২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুরের বাংলা বাজার এলাকার ইব্রাহিম মেম্বারের মৎস্য খামারে এ দলবেঁধে ধর্ষণের  ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ওই গৃহবধূর বন্ধু রাকিবকে (২৫) গ্রেফতার করেছে।

এজাহার তথ্যমতে, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা মহল্লার বাসিন্দা ওই গৃহবধুর সঙ্গে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চররমিজ গ্রামের আনোয়ারুল হকের ছেলে মো.রাকিবের পরিচয়ের সূত্র ধরে রাকিব নারীকে রোববার বিকালে নোয়াখালী সদর উপজেলার বাংলা বাজার এলাকার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে যান। বেড়ানোর এক পর্যায়ে মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাকিব ওই নারীকে নিয়ে পার্ক থেকে বের হয়ে ধর্মপুর গ্রামের ইব্রাহিম মেম্বারের মাছের খামারে  নিয়ে যান। সে খানে প্রথমে রাকিব কয়েক দফা ধর্ষণ করেন। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) নারীকে পর্যায়ক্রমে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহেদ উদ্দিন বলেন,  নির্যাতিত গৃহবধূ  চার জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা হিসাবে নথিভূক্ত করেছে। মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী তিন আসামি গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে  ।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে