Dr. Neem on Daraz
Victory Day

খুলনা বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০২:৫২ পিএম
খুলনা বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

খুলনাঃ গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগটিতে ১৩০ জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ যশোরে তিনজন, খুলনায় একজন, কুষ্টিয়ায় দুজন ও নড়াইলে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন।

এর আগে, সর্বশেষ রোববার (১২ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৯১ জনের। 

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গা জেলায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল থেকে এই পর্যন্ত বিভাগের মোট ১ লাখ ১০ হাজার ৮৭০ জন শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৭৬ জন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে