Dr. Neem on Daraz
Victory Day

করোনা: চট্টগ্রামে একদিনে মৃত্যু ৬, আক্রান্ত ৬৪


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ১০:৩৩ এএম
করোনা: চট্টগ্রামে একদিনে মৃত্যু ৬, আক্রান্ত ৬৪

ফাইল ছবি

চট্টগ্রামঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৪৩০ নমুনা পরীক্ষায় ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের ৩০ জন এবং উপজেলার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নগরেরই ৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে, রোববার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামে করোনায় মারা গিয়েছিলেন ৩ জন, শনাক্ত হয়েছিলেন ৫৩ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। এই নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭৩ হাজার ১২০ জন। বাকি ২৭ হাজার ৭৪২ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭১ জন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে