Dr. Neem on Daraz
Victory Day

শিবালয়ে স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী


আগামী নিউজ | নিরঞ্জন সুত্রধর, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১০:৫৯ পিএম
শিবালয়ে স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: আগামী নিউজ

শিবালয় (মানিকগঞ্জ): ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, পাটুরিয়া যমুনা নদীর তীরে স্টেডিয়াম করার স্থান পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক এ উপজেলায় স্টেডিয়াম করার স্থান নির্ধারন করা হলো। আগামী ৩-৬মাসের মধ্যে স্টেডিয়ামের কাজ শুরু করা হবে। 

আজ শনিবার বিকেলে পাটুরিয়া ঘাট এলাকায় স্টেডিয়ামের স্থান পরিদর্শন শেষে স্টেডিয়ান নির্মান উপলক্ষে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা -২ আসনের সাংসদ সদস্য মাহবুব আরা গিনি, ৩৩২ আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, সিনিয়র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, স্থানীয় সংসদ সদস্য এসএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাল আজাদ খান (পিপিএম বার),জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে