ছবি: সংগৃহীত
লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় প্রায় ৭২কেজি গাজা এবং ট্রাক সহ চালক ফারুক আহমেদ(২৫) নামে একজন মাদক বিক্রেতা আটক করেছে রংপুর র্যাব-১৩।
শনিবার(১১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।
এর আগে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক বিক্রেতা ফারুক আহমেদ সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাতিকুমরুল এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
রংপুর র্যাব ১৩ এর সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার পাঠানটারী এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে একটি ট্রাক আটক করে র্যাব ১৩ এর একটি দল। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদকে আটক করে। গাঁজা পরিবহনে আটককৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে আটক ফারুকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
মাদক বিরোধী র্যাবের চলমান অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।