Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গোপসাগরে নৌকা ডুবে নিখোঁজ ৮


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৮:০৫ পিএম
বঙ্গোপসাগরে নৌকা ডুবে নিখোঁজ ৮

ফাইল ছবি

ভোলাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটানা ঘটেছে। এ ঘটনায় তিন জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরও আট জেলে। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মহাসিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজরা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজদের পরিবারের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।

জীবিত উদ্ধার হওয়া মো. সিরাজ মাঝি বলেন, তাদের গ্রামের ১১ জন জেলে মিলে নিরব মাঝির নেতৃত্বে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ৫ সেপ্টেম্বর গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ৬ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। তিনিসহ মজিদ মাঝি ভাসতে ভাসতে কক্সবাজারের মনিপুরা পয়েন্টে চলে যান। ৭ সেপ্টেম্বর অন্য একটি নৌকার মাঝিরা তাদের উদ্ধার করেন। কিন্তু আমাদের সঙ্গে থাকা নিরব মাঝি, বজলু মাঝি, শহীদ মাঝি, ইউসুফ মাঝি, রুবেল মাঝি, রফিক মাঝি ও সিরাজ মাঝির সন্ধান এখনো পায়নি।

এদিকে নিখোঁজ জেলেদের বাড়ি ফেরার আসার অপেক্ষায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। 

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, শুক্রবার সন্ধ্যায় আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে