Dr. Neem on Daraz
Victory Day

মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৫৭ এএম
মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহঃ গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন।   

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।  করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হারুন উর রশিদ (৯০) ও ফুলবাড়িয়ার হাজী জসিম উদ্দিন (৮৩)। 
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আবদুল হাকিম (৮০), ফুলপুরের আবুল হোসেন (৬৫), নেত্রকোনা সদরের জোতিন্দ্র (৮৩)।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ৭ জনসহ করোনা ইউনিটে মোট ১১৪ জন রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছিল। তিনজনই করোনার উপসর্গ নিয়ে মারা যান। 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০৯.৫৪ শতাংশ। এই পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে