Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, আটক ২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৪:২০ পিএম
গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, আটক ২

প্রতীকী ছবি (সংগৃহীত)

গাজীপুরঃ টঙ্গীতে শাবনুর আক্তার (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী আব্দুস সাত্তার (৩০) ও তার মামাতো ভাই দুলাল (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে টঙ্গীর বড় দেওড়া  ছয়তলা এলাকার একটি বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, টঙ্গীর বেপারিবাড়ি এলাকার কারখানা শ্রমিক আব্দুস সাত্তারের দ্বিতীয় স্ত্রী শাবনুর। গত ৩ সেপ্টেম্বর ছয়তলা এলাকার রেজওয়ান কবিরদের একটি বিল্ডিংয়ে সাবলেট হিসেবে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। ওই বাড়িতেই অপর একটি বিল্ডিংয়ের ৫ তলায় মেস বাসায় থাকেন তার স্বামী আব্দুস সাত্তার এবং সাত্তারের মামাতো ভাই দুলাল। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুলাল শাবনুরকে বাসা থেকে ডেকে নিয়ে গেলে তিনি আর বাসায় ফেরেননি। একপর্যায়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শাবনুরের মরদেহ ওই বাসার পেছনের পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আব্দুস সাত্তার ও দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৃতের স্বামীসহ দুইজনকে আটক করা। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে