Dr. Neem on Daraz
Victory Day

পীরগাছায় সাংবাদিকপুত্র সাকিবের দাফন সম্পূর্ণ


আগামী নিউজ | একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৪:৪৯ পিএম
পীরগাছায় সাংবাদিকপুত্র সাকিবের দাফন সম্পূর্ণ

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ জেলার পীরগাছার সাবেক এমপি মরহুম শাহ আব্দুর রাজ্জাকের নাতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবুর ছোট ছেলে পুলিশ কনস্টেবল শাহরিয়ার সাকিব (২৪) এর দাফনকার্য সম্পূর্ণ হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার চালুনিয়া গ্রামের নিজ বাড়িতে হাজার মানুষের উপস্থিতিতে এ দাফনকার্য অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযে জানাযা পড়ান হাফেজ মাওলানা আবু সুফিয়ান।  

জানাযা নামাযে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, রংপুর জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সরদার, কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডলসহ উপজেলার সাংবাদিকবৃন্দ।

জানা যায়, সাকিব তার কর্মস্থল কুড়িগ্রাম পুলিশ লাইন্স যাওয়ার পথে রাজারহাট সিঙ্গার ডার্বি নামক স্থানে ট্রলির সাথে তার মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে। এসময় তার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পুলিশ সদস্য সাকিব গুরুতর আহত হয়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলা হলেও গত সোমবার সকাল ১১ টায় তিনি মারা যান। পরে রাজারবাগ পুলিশ লাইনে তার প্রথম জানাযা শেষে পরে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। শাহরিয়ার সাকিবের অকাল মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে তার সন্তান সম্ভাবা স্ত্রী স্বামীকে হারিয়ে পাগলপ্রায়। আগামী ৩০ সেপ্টেম্বর তার স্ত্রীর সন্তান প্রসবের তারিখ ঠিক থাকলেও সন্তানের মুখ দেখে যেতে পারলেন না সাকিব। সাকিবের বাবা সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু উপস্থিত সকলের কাছে তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে