Dr. Neem on Daraz
Victory Day

নোয়াখালী পৌর এলাকায় চলছে ১৪৪ ধারা,কঠোর অবস্থানে প্রশাসন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৪৬ এএম
নোয়াখালী পৌর এলাকায়  চলছে ১৪৪ ধারা,কঠোর অবস্থানে প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীঃ আওয়ামী লীগের বিবাদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।

সোমবার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুর সহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-র‌্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থকরা সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে এবং পৌরসভা চত্তরে আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র শহিদুল্লা খান সোহেল আলোচনা সভা ও রালির ঘোষণা দেন। একই সময় টাউন হল চত্তরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনও সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন।

এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে