Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লায় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন,অগ্নিদগ্ধ ২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:১১ এএম
কুমিল্লায় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন,অগ্নিদগ্ধ ২

ছবিঃ সংগৃহীত

কুমিল্লাঃ জেলার মুরাদনগরের বট গাছের গোড়া তুলতে গিয়ে গিয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডে সিএনজিচালিত একটি অটোরিকশা পুড়ে যায়। এতে অটোরিকশাচালক ও এক যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরিফুল আহসান ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, যানজট নিরসনে কোম্পানীগঞ্জের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি বাসস্ট্যান্ড পরিদর্শনে আসেন। তারা চলে যাওয়ার পর সওজের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় ভেকু মেশিন দিয়ে সড়কের পশ্চিম পাশ পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে একটি মরা বট গাছের গোড়া ভেকু দিয়ে ওঠাতে গেলে নিচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়।

এ সময় কোম্পানীগঞ্জগামী একটি অটোরিকশায় আগুন ধরে যায়। এসময় আবুল খায়ের নামে এক যাত্রী ও অটোরিকশাচালকের শরীর পুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে