Dr. Neem on Daraz
Victory Day

সোনারগাঁও থেকে বিদেশী মদ ও বিয়ারসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার 


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৪৩ পিএম
সোনারগাঁও থেকে বিদেশী মদ ও বিয়ারসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ছবি : আগামী নিউজ

নারায়ণগঞ্জঃ জেলার সোনারগাঁও থেকে বিপুল পরিমান বিয়ার ও বিদেশী মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজারে মাদকের একটি চালান যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় তল্লাশি চালায়। এ সময় ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার ও ৪ শ’ ৩৩ বোতল বিদেশী মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময়  একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, আমজাদ হোসেন, ওয়াসিম, সুজন ও আলাল মিয়া। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত কৌশলে বিভিন্ন জেলায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মাধ্যমে মাদক পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। 
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে