Dr. Neem on Daraz
Victory Day

রামুতে ভূমিদস্যুদের হামলায় আহত ৮ বনকর্মী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০১:৫৫ পিএম
রামুতে ভূমিদস্যুদের হামলায় আহত ৮ বনকর্মী

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারঃ রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় ৮ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রামু উপজেলা জোয়ারিয়ারনালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল ভূমিদস্যু জোয়ারিয়ানালা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করছে এমন খবর পেয়ে বনবিভাগের সদস্যরা সেখানে গিয়ে তাদের বাঁধা দেয়। ফার্ম তৈরিতে তাদেরকে বাঁধা দেওয়ায় বনবিভাগের সদস্যদের উপর হামলা চালায় তারা। সেসময় বনবিভাগের ৮ জন সদস্য গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আহতদের চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ার পর এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে