Dr. Neem on Daraz
Victory Day

কলাপাড়া শিক্ষক-কর্মচারীদের বীমা দাবির চেক প্রদান 


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৮:০৬ পিএম
কলাপাড়া শিক্ষক-কর্মচারীদের বীমা দাবির চেক প্রদান 

ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মিচ্যুয়াল বেনিফিট(বীমা দাবি) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। 

এ সময় সমিতির দুই সদস্যের মৃত্যুতে (৯৭,৯৮০/) সাতানব্বই হাজার নয়শত আশি টাকা মিউচ্যুয়াল বেনিফিট প্রদান করা হয়। প্রধান অতিথির কাছ থেকে বীমা দাবির চেক গ্রহণ করেন সমিতির ব্যাবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি মো: নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর আবদুল মান্নান লোটাস। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মো: শাহিনুল হাসান। সমিতির কোষাধ্যক্ষ মো: আবুল বাশারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দ ও অফিস কর্মকর্তা মো: আল আমিন হোসেন।

কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো: নকিব উদ্দিন এ প্রতিনিধিকে জানায়, বিগত ১৮ বছরে এই সমিতির মূলধন ছিল দুই কোটি টাকা। আমরা কমিটিতে আসার পর দুই বছরে আমাদের মূলধন হয়েছে প্রায় চার কোটি টাকা। এই বীমা দাবির চেক যারা পাচ্ছেন তারা অনেক আগেই সমিতির ঋণ নিয়ে মারা গিয়েছেন। আমরা চেষ্টা করেছি আজকের প্রধান অতিথির মাধ্যমে অনেক পুরনো ঋণের বোঝা থেকে দুই শিক্ষক পরিবারকে মুক্ত করতে।

কালব কেন্দ্রীয় কমিটির 'ঘ' অঞ্চলের ডিরেক্টর আবদুল মান্নান লোটাস গনমাধ্যমকে বলেন, কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেডের যে কোনো ভালো কাজে সবসময় এই সংগঠনের সাথে আছি এবং এই সমিতির উন্নয়নে কাজ করার জন্য সকলকে আরো এভাবেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে