Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন


আগামী নিউজ | মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৫:০৭ পিএম
লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকা বনায়ন কর্মসূচির আওতায় জেলার রায়পুর উপজেলার হাজিমারা আশ্রয়ণ কেন্দ্রে লক্ষ্মীপুর এসএফএনটিসি, উপকূলীয় বন বিভাগের সহযোগীতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বসতবাড়ি বনায়ন কর্মসূচির অংশ হিসেবে আশ্রয় কেন্দ্রে ১০০ পরিবারের মাঝে প্রত্যেককে ২০ টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়। 

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা চন্দ্রন ভৌমিক, দক্ষিণ চর বংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরায়েজী, দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার নিবাহী সম্পাদক মো: রবিউল ইসলাম খান প্রমুখ।

উদ্বোধন কর্মসূচির পর প্রত্যেক পরিবার নারকেল, সুপারী, তাল, খেজুরসহ বিভিন্ন বনজ, ফলজ ও ওষুধি গাছের রোপন করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে