বগুড়াঃ জেলার শাজাহানপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী দ্বিতীয় বাইপাস সড়কের একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল করিম মন্ডল (২৬), আঞ্জু মিয়া (৩৫), শ্রী কার্তিক চন্দ্র (২৬), শ্রী সুজন চন্দ্র দাস (২২) ও সুন্দরগঞ্জ উপজেলার মো. মোস্তাক মিয়া (৪৯)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। অভিযানকালে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান (যাতে কার্তুজ ব্যবহার করা যায়), ২টি তাজা কার্তুজ (১টি লাল ও ১টি কালো), একটি চায়নিজ চাপাতি (যার দৈর্ঘ্য ১২.৫ ইঞ্চি), ১টি বার্মিজ চাকু (যার দৈর্ঘ্য ১০ ইঞ্চি), একটি গ্রিল কাটার মেশিন (হেভী কাতানী), মানুষকে বেঁধে রাখার ৩০ হাত রশি, ১টি কচটেপ, ১টি মানকি টুপি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।