ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জঃ জেলার নবীগঞ্জে চাচাতো ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই নজরুল ইসলামের সাথে জমি নিয়ে নিহত কামাল মিয়ার বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে নজরুল ইসলামের লোকজন ধানের চারা তুলতে গেলে দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কামাল মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।