কুমিল্লাঃ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৫%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৩০ আগস্ট বিকেল থেকে ৩১ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১৩ জন জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিরা হলেন,বুড়িচংয়ের ৪ জন,চৌদ্দগ্রামের ১ জন, বরুড়ায় ৪ জন,মনোহরগন্জ ৪ জন, দেবিদ্বার ৪ জন,ব্রাক্ষণপাড়ায় ২ জন,লাঙ্গলকোট ৫ জন,লাকসামের ৭ জন,লালমাইয়ে ৪ জন,মুরাদনগর উপজেলায় ১ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি, বুড়িচং, ব্রাক্ষণপাড়ায় ১ জন রয়েছে। মৃতদের মধ্যে ২ জন নারী ও পুরুষ ১ জন রয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩১হাজার ৩০৩ জন।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।