Dr. Neem on Daraz
Victory Day

নদী ভাঙ্গনে সর্বস্বান্তদের পাশে নড়াইলের জেলা প্রশাসক 


আগামী নিউজ | মোঃ বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৩:৪৯ পিএম
নদী ভাঙ্গনে সর্বস্বান্তদের পাশে নড়াইলের জেলা প্রশাসক 

ছবি: আগামী নিউজ

নড়াইলঃ জেলার কালিয়া উপজেলার  নদী ভাঙ্গনে ঘরবাড়ি  হারিয়ে সর্বস্বান্ত হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ালেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

মঙ্গলবার (৩১ শে আগস্ট) উপজেলার বড় কালিয়া গ্রামে নদী ভাঙ্গনের শিকার মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এছাড়াও উপজেলার বাহিরডাঙ্গা ও দেবীপুর গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে সৌজন্য সাক্ষাৎ শেষে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রধান উজ্জ্বল সেন, কালিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, ৫নং সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য লোবান শেখ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগন।

নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দূর্ভোগ দূরকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে কাজ করা হবে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে