ছবিঃ আগামী নিউজ
রংপুরঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদদের স্মরণে ,ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ভিপি এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি এম এম কামাল উদ্দিনের উদ্যোগে রংপুর সদরের মডার্ন মোড় ক্যাডেট কলেজের সামনে বৃক্ষরোপন করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) এ বৃক্ষরোপন করা হয়।
এ সময় অর্জুন,বহেড়া, হরতকি, আমলকী,জলপাই, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয় বৃক্ষরোপনের সময় স্থানীয় ১৫ নং ওয়ার্ডর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রংপুর সদর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আল আমিন শেখ, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিমুল পারফেজ, ঢাবি শিক্ষার্থী ফজলে রাব্বি, নাইম আল আব্দুল্লাহ প্রমুখ, ঢাবি শিক্ষার্থী তানজিল হাসান ও মোঃ আসাদুজ্জামান নুরসহ আরো অনেকে।