Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুর মামলায় গ্রেফতার যুবক তিন দিনের রিমান্ডে


আগামী নিউজ | জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৮:০৫ পিএম
সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুর মামলায় গ্রেফতার যুবক তিন দিনের রিমান্ডে

ছবি: আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার  সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত মানসিক ভারসাম্যহীন আসামি ক্বারী ফেরদৌস আলমকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রবিবার (২৯ আগস্ট) গাইবান্ধার চীফ জুডিশিয়াল বিচারকের আদালতে আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল মোহন চাকী। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামিকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাশাপাশি দুইটি মন্দিরের ৪ টি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে অগ্নিসংযোগ করে অজ্ঞাতনামা ব্যাক্তি। মন্ডপের ভিতরে থাকা দেবতা ও দেবতার বাহনসহ  মূর্তির ভিতরে থাকা বিভিন্ন সরঞ্জামাদি আগুন দিয়ে পুড়ে দেয় এবং অন্যান্য উপকরণ নিয়ে যায়। খবর পেয়ে রাতেই মন্দির কমিটির লোকজন গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় পরদিন মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন।  

গত শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার থেকে ক্বারী ফেরদৌস আলমকে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।  

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে