Dr. Neem on Daraz
Victory Day

আড়াইহাজারে গৃহবধু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৭:৫৫ পিএম
আড়াইহাজারে গৃহবধু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জঃ জেলার আড়াইহাজারে এক গৃহবধূকে (২১) বাথরুমে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আড়াইহাজার থানায় দুইজনকে আসামি করে রবিবার দিবাগত রাতেই মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ শামীম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার (৩০ আগষ্ট)  আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর শামীমের সহযোগী আনোয়ার (৩০) পলাতক রয়েছে।  

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বিষিয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার ওই গৃবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শামীম দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। ২৫ আগস্ট বুধবার ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে শামীম রাতে ওই গৃহবধূর বসত ঘরের বাথরুমের পার্শ্বে আগ থেকেই লুকিয়ে ছিল। গৃহবূধ বাথরুমে ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গে তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে। এক পর্যায়ে বাথরুমের ভেতরেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বাইরে দাঁড়িয়ে পাহাড়ায় ছিল তার সহযোগি আনোয়ার। এর কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসলে তারা পালিয়ে যায়। 

ওসি আনিচুর রহমান মোল্লা আরো জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে