ছবিঃ আগামী নিউজ
নারায়ণগঞ্জঃ জেলার সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে কিশোর গ্যাং এর ৮ জন সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফফতার করা হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে মাহমুদুল হাসান জানান, কিশোর গ্যাং এর সদস্যরা ডাকাতির প্রস্ততি নিচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব-১১ এর একটি টিম। এ সময় কিশোর গ্যাং এর ৮ জন সক্রিয় সদস্যদকে গ্রেফতার করে। তাদের তল্লাসি চালিয়ে ১টি চাপাতি, ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।