Dr. Neem on Daraz
Victory Day

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়


আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০২:৫৩ পিএম
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছবিঃ আগামী নিউজ

নওগাঁঃ বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (২৮ আগস্ট)  দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম। 
 
সভায় জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
সভায় জানানো হয়, জেলায় ৪৭ হাজার ৭৫০হেক্টর আয়তন বিশিষ্ট জলাশয়ে বছরে ৮৩ হাজার ৬০৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। জেলায় মাছের মোট চাহিদা ৬১ হাজার ২১০ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ২২হাজার ৩৯৯ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে